ছেলেবেলায় একদিন কোন কিছু না ভেবেই
মা-কে বলেছিলাম - পাখি হবো;
প্রশ্রয়ের হাসিতে মা শুধু বলেছিলেন-
এখন ওসব থাক, বড় হলে
তুই আকাশে উড়বি,
সেই থেকে আমার আকাশ দেখা শুরু।

শরতের আকাশে একদিন মেঘের আঁচলে
ষোড়শীর এলো চুল দেখে
বলেছিলাম -ভালোবাসি;
ম্লান হেসে বলেছিল সে, ওসব এখন থাক
মন দিয়ে পড়াশুনা কর, দেখিস
আমার চেয়েও ভালো বউ হবে তোর,
সেই থেকে আমি আর আকাশ দেখি না।

একদিন কোজাগরী জোছনার পূর্ণিমায়
সারারাত মা'য়ের শিয়রে জেগে থাকা  
বিমর্ষ আমার কাঁধে হাত রেখে
বাবা বলেছিলেন- জানিস,
তোকে নিয়ে অনেক স্বপ্ন আমাদের,
সেই থেকে আমি আর স্বপ্ন দেখি না।
------------