ওভাবে তাকিও না বন্ধু, নজর বন্দি হয়ে যাব
যখনই চোখ পড়েছে তোমার ঐ পলকহীন আঁখিতে
আমি যে নেই স্থির, ঝুকে পড়েছি তোমারই দিকে,
তব আঁখি ডাকছে মোরে, কি করিব পাই না বুঝিতে;
তুমি হয়ে উঠছ মোর বহু দিনের আকাঙ্খিত স্বপ্নের রানী,
ক্রমে ক্রমে তোমার রুপ দর্শনে বিভর হয়ে উঠছি,
চতুর্দিকে দেখছি যে তোমারই মুখ আর তোমারই রুপ,
মন যে তোমায় আরও কাছে পেতে চায়, আরও কাছে,
হঠা্ৎ যেন প্রানপনে বুকে টেনে নিয়েছি যে তোমায়
পুর্ন হল যে জীবনের স্বাদ আল্লাদ, ধন্য করেছ তুমি আমায়।
হায়, হঠা্ৎ শব্দে ভেঙ্গে গেল মোর জীবন জোয়ারের খেলা
তুমি যে নেই, আঁকড়ে ধরে আছি তোমার ছবি খানা।