ওহে বন্ধু, Female শব্দে আছে কি আয়রন(Fe)?
রসায়ন কি বলছে খুঁজে দেখত তো একবার,
Male কে সব অবস্থাতেই গন্য করা হয় পজিটিভ চার্জ,
যৌগ হতে গেলে আয়রনকে যে হতে হবে নেগেটিভ চার্জ,
দেখেছ কি রসায়নে আছে আয়রন-এর এমন অদ্ভুত চার্জ ?
মনে রেখো সোডিয়াম টেট্রাকার্বনিল ফেরেট Na2[Fe(CO)4]
এখানে আছে যে আয়রনের নেগেটিভ চার্জ,
এভাবেই কত কিছু খুঁজে পাওয়া সম্ভব।
তবে Female শব্দে আয়রনের অস্তিত্ব, চুম্বকতা,
গুনাগুন নিয়ে আছে যে অনেক শংসয়,
হিসাব কষে দেখ তবে, এ কথাই কি সত্যি ?
Male এর আগে Fe বসলে হ্রাস পায় শক্তি!

ড. অপূর্ব বিশ্বাস, গবেষক, রসায়ন বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়