কি মিস্টি মধুর চাহনি যে তোমার,
তোমার পানে চোখ রেখেছি
পারছি না যে আর সরাতে আঁখি,
জীবন ঝুঁকি নিয়ে দেখতে গেছি
পাহাড়, পর্বত, তুষার শৃঙ্গ,
দেখা হয়েছে নীল আকাশ,
প্রভাতের রবি, মেঘে ডাকা পাহা্‌ড়,
ঝরনা ধারায় ঝরিয়ে দিয়েছে মন,
অনাবিল আনন্দে পাড়ি দিয়েছি
এ পাহাড় থেকে অন্য পাহাড়।
সব কিছুকে হার মানিয়ে বলছে যে মন
এমন সৌন্দর্য্য আগে কখনও দেখনি।
বিস্তর অর্থ ব্যয় করে পাড়ি দিয়েছি
দূরদেশে প্রকৃতির শোভা খুঁজতে,
রুপের শোভা যে লুকিয়ে আছে আমরি চারপাশে,
চোখ থাকতেও চোখকে দিয়েছি যে ফাঁকি।

ড. অপূর্ব বিশ্বাস, গবেষক, রসায়ন বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়