তোমার লেখা কবিতাই তোমাকে শোনাই !
গঙ্গা স্রুতে ডুব দিয়ে কেউ স্বর্গ সুখে ভাসে  
আবার জন্‌শ্রুতে তাক লাগিয়ে
ভরিয়ে দিলে লাশে ।
রঙ্গিন টিবির রঙ্গিন খবর –
লাশ নিয়ে আজ খেলা
মন্ত্রী সন্ত্রির ভিড় জমেছে  
বিশাল কুম্ব মেলা।
রাজার হুকুম ভয়নেই আর  
শুক করনা মৃতে ,
শ্মশান পুরী সাজিয়ে দেবো  
লাশ পুড়াব ঘিতে।
লক্ষ টাকার অনুদান পাবে
আর,  বাড়ি পৌছার গাড়ি,
গঙ্গায় ফেলো শাখা সিঁদুর
এই নাও সাদা সাড়ী !
হিসাব নিকাষ শেষের পরে
গঙ্গার ধার ফাঁকা
আবার হলো সূর্য উদয়
নতুন দিনের দেখা ।
কে করবে বিচার আর্‌
কোথায় নালিশ জানাই, তাই-
তোমার লেখা কবিতাই তোমাকে শোনাই!
বিরতির পর অন্ন খবর
ভুলে যাওয়ার পালা  
কেউ কি জানে ছোট শিশুর
মায়ের কি যে  জ্বালা !
মেলার ভিড়ে চাপা পরা
ছোট্ট ছেলে অতুল
হাতের মুঠয় জড়িয়ে ধরা
চাবি দেওয়া পুতুল ।
অতুল আর বেঁচে নেই
স্বাদের পুতুল একা
এই জীবনের পটভূমিতে
আর হবেনা দেখা।
এই চাবিতেই আমার প্রাণ
বেঁচে থাকার আশা
কেউ কি পারিস এই চাবিতেই
আতুল কে গিয়ে বাঁচা!
পুতুলের এই আজব কথার
জবাব কি যে বানাই, তাই-
তোমার লেখা কবিটাই তোমাকে শোনাই !