দেখো ,
কতটা পাড় ভাঙনের পরও
মাথা তুলে দাঁড়িয়ে আছে
নদীর পারের গাছটি !
কত
ঘোর শতাব্দী পেরিয়ে আজও
পুলকে বেপথু শিমূল ফুল
ফাগুন- হাওয়ায় হাসে !
নদী শুধু পাশ ফিরে আর
মেতে থাকে ভাঙা- গড়ায় ;
বেপরোয়া জলপ্রবাহ
মুহূর্তে পালটায় রঙ ।
ঐ দেখো পাখি গাছের ডালে
সেই কবে থেকে ঘরটি সাজায় ,
আপন মনে ঘাটে পরাণ মাঝি
গলুইতে বসে বাঁশিটি বাজায় ।
এপার থেকে বসন্তের কোকিল সুর ধরেছে পঞ্চমে ;
ওপার থেকে জল-হাওয়া- মাটি সাড়া দেয় আগুনে ফাগুনে ।