কেমন আছো বল প্রিয়তমা তুমি?
বলতে পারবে তুমি
একখানা চিরকুট কতদিন লেখনা?
এই আমার কাছে
তাইতো আজ তোমার কাছে
আমার চিরকুট লেখতে বসা
কি লেখবো আমি ভেবেই পাইনা।
নেই আজ আমার মনে কোন কথা,
হারিয়ে ফেলেছি মনের সকল ভাষা।
বল কিভাবে লেখবো এই চিরকুটখানা?
তারপর ও তোমার কাছে আমার
একখানা ছোট চিরকুট লেখতে বসা।
চিরকুটের সেই পুরনো ভাষা
বারবার ভেসে উঠে খাতার মাঝে
আবারও লেখতে ইচ্ছে করে
প্রিয়তমা তোমাকে শুধুই ভালবাসি।