সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস
অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই...
জীবনের সব লেনদেন যে ক্ষণে সম্পূর্ণতা পাবে,
সেদিনই শুধু তোমায় পাওয়া হবে,
যেমন আমায় তুমি পেয়েছো...!
কিছুই বা কেউই হারায়নি ভাবতেই
সহসা দেখি আশেপাশে কেউ নেই,
আদিগন্ত শুধুই শূন্যতা...
কি এক অমানুষিক একাকীত্ব রেখে চলে গিয়েছো
পূর্ব থেকে পশ্চিমে,
অথচ আজো একই কায়দায়
আকাশ লাল করে সূর্যোদয় হয়ে চলেছে...
সূর্যকরের সাথে তোমার উষ্ণতার
আজো কত কত ফারাক...!"