সুপ্রিয় স্বাধীনতা,
তোমাকে আমি বড় ভালোবাসি...
তোমাকে নদীর জলের ঝিলিমিলিতে দেখি
তোমাকে দেখি সমস্ত আকাশ ভরা নীলে,
তোমাকে সবুজ ফসলের মাঠে দেখি
তোমাকে দেখি বাতাস দোলানো ঝিলে।।
তোমাকে পাই মায়ের মুখের কোমল হাসিতে,
নির্লোভ ও নিঃস্বার্থ ভালোবাসায়;
তোমাকে পাই আমার ভাইয়ের রক্তে রাঁঙানো শহীদ মিনারে,
আমার জন্মভূমির লাল-সবুজ পতাকায়।।
তোমাকে চাই প্রতি সূর্যোদয়ে ও অস্তরাঁগে,
শাপলা, শালুক ও পদ্মপাতায়;
তোমাকে চাই প্রতি বসন্তে, হেমন্ত ও শীতে,
দাদীর হাতে ভাঁপা, পুলি ও চিতই পিঠায়।।
তুমি থাকো কোটি বাঙালীর নিভৃত হৃদয়ে,
তুমি থাকো সর্বক্ষণ আমার নয়ন-মনি হয়ে।।
তোমাকে ভালো না বেসে কোন উপায় থাকে না!
তুমি আছো বলে আমাকে অকুল নদীতে
ফেরারি প্রাণ হাতের মুঠোয় করে ভাসতে হয় না,
অন্যের সীমান্তে গিয়ে প্রাণ ভিক্ষা হয় না চাইতে।।
তুমি বেঁচে আছো বলে লক্ষ সংখ্যালঘু বেঁচে আছে,
ধর্মের উপর ধার্মিকের শ্রদ্ধা রয়েছে অবিচল,
মঙ্গলময়তা ঘিরে আছে সামনে পেছনে ও পাশে
প্রতিদিনের বেঁচে থাকা আরো হয়ে ওঠে উজ্জ্বল...