গভীরতম প্রিয়তম কিছু বোধ,
ভাবনার দার ক'রে প্রতিরোধ,
নির্নিমেষ চেয়ে থেকে শূন্যতায়,
আপনার মাঝে আপনি হারায়,
নীলার্দ্র বরষা শুকায় হঠাৎ....

কোথায় সে চলে যায় অকস্মাৎ...
যে চলে যাবেই তাকে কী বা
আর ধরে বেধে যায় রাখা,
ধুসর ছায়াটাকেও যে কিছুতে
কাছছাড়া করতে মন ওঠে না...

একদিন খুব ভেবেছি সুপ্রিয়তমা
তার প্রাণের পরে আমার প্রাণ সঁপে,
আমায় যদিবা কেউ ধুসরিত
কাল-সন্ধ্যায় মন্ত্রের মত জঁপে,
তবে সে নিশ্চিতভাবে তুমি...

আমার প্রাতঃসন্ধ্যা সর্বক্ষণ স্মরণীয়,
আমার চির আপনার চেয়ে আপন পরমাত্মীয়...

♥----------------------------------------------♥

উত্তরা ঢাকা বাংলাদেশ
১৭/১২/২০১৭/রবিবার