আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
আমাকে কখনও আমি চাক্ষুষ দেখিনি
ইহলোক আজো যেমন দেখেনি পরকাল,
অথচ জীবন প্রবাহ বয়ে যায় তেমনি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...
খুঁজে ফিরি নিয়ত আমার দেহের দোসর
তৃষ্ণার্ত চোখে চাহি, মায়া মরিচিকা,
অথচ সবই ফাঁকিজুঁকি, বিবর্ণ ধূসর
নামের আড়ালে আমি কেবল অনামিকা...
শতরূপে শত রিপু আমারে তাড়ায়
পাপ করে দেহকান্ড, আমি করিনা,
দেহ আমার অন্তস্থ যন্ত্রণা বাড়ায়
আপন মাংসে সন্ত্রস্ত বৈরী হরিণা...
শমন আসে তবু দেহের কাঙ্খা সীমাহীন
মনের পর্দা টেনে দিলেও দেহ বেপর্দা,
প্রভূর নিকট পানাহ চাহি আমি দীনহীন
মরার আগে মরার কথা ভাবি সর্বদা...
জীবনের সংগে মরন চলে পাশাপাশি
অমর হবার বান্ছা তবু থাকে চিরকাল,
আমি কান্দি, দেহ আমার করে হাসাহাসি
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল...
আমাকে চিনতে আমার কাটলো চিরকাল
আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
______________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৫/০৭/২০১৭