চারপাশ কাশফুল
সোনারঁঙা নাকফুল
রেশমি রাঁঙা চুঁড়ি
কুসুম কলি ছুঁড়ি...

শান্ত বাতাস দোল
মনের বাঁধন খোল
প্রিয়তম তুমি কই?
আমার জীবন সই !

দখিন হাওয়া বলে
একটু সময় হলে
আসবে বন্ধু তোমার
নিয়ে প্রীতি উপহার...

যাকে ভাবি মেঘে মেঘে
অপলক দেখে দেখে
মেটে না তবুও আশ
বন্ধু হৃদয়ের নির্যাস...

এসেছো আবার ফিরে
চোখের আরশি ঘিরে
নেমেছে বৃষ্টি কোথাও
মনের দুঃখ উধাও...

নরম গোলাপ চুম্বন
অধরে সুখের প্লাবন
শিহরণ সীমাহীন
সন্ধ্যা রাত্রি দিন...

হাতটা একটু ধরো
আলতো আদর করো
বাড়তে দিওনা আর
হৃদয়ে দুঃখ ভার...

আমার চোখে চোখ
সরিয়ে রাখো শোক
সব ব্যথা যাও ভুলে
আমারে কোলে তুলে...

দুষ্টু মিষ্টি সারাক্ষণ
সাথে বসবাস আমরণ
যাও দেখি যাবে কই!
আমার জীবন সই...