রাত্রি তমসায় কে আমায় ভাসায়ে লইলে
দিগন্তের চুমখোশ আকাশ সাঁঝের, নইলে
মৃত্যুই - সত্যিই আবার নভে নবজন্ম হইলে
তোমাকেই প্রিয় চাহিব হিম শুভ্র তুষার শৈলে...
কে আমায় সহসাই করিয়া চন্দ্রবলয় আলো
সারা জাহানের চক্রবাকের নয়নে নেশা ঢালো
ভালবেসে কাঙ্খা করো আমি যেন না বাসি ভালো
জলের উপরে চির আশাহত সমাপনী দীপ জ্বালো...
বন্ধুহীন এ মনবীন আর এতটুকু বাজে না
সন্ধ্যাপূর্ব সোনালি আলোয় একটুও সাজে না,
কোথায় হারালো আমার ব্যথার অপূর্ব যন্ত্রণা
প্রিয়া আমার কবরের পাশে একটুও কাঁদে না...
________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ