এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
তুমি যখন আমার সীমানায় থাকো না
কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে!
যার পথ চেয়ে চেয়ে সময় কাটে না
কত কত দিন যার মুখ দেখা হয়নি,
যে আমার কাছে আজ বহুদিন নেই
কেন তার স্মৃতি-বালুচর বুকে জাগে!
তার কথা, চোখ-চাওয়া, হাসি আর নেই
তবুও এ হৃদয় তাকে কখনো ভোলে না,
তার প্রেমের সুগন্ধ আজো অতীত হয়নি
কেন অসীম বিরহে হিয়া অনুক্ষণ কাঁদে!
সে যে কোথায় ঠিকানা জানা হয়নি
তার খবর জানাবে এমন কেউ নেই,
কীভাবে তাকে ফিরে পাবো জানি না
আমাকে তবু সে বিনে সুতোয় বাধে!
এই বোধের কোনো ব্যাখ্যা জানা নেই
কারো কাছে কোনোদিন শুধানো হয়নি,
তুমি যখন আমার সীমানায় থাকো না
কেন এমন করে আষ্টেপৃষ্ঠে শীত লাগে!
_______________________________
[অংশবিশেষ]
উত্তরা ঢাকা
বাংলাদেশ
২৯/০৯/২০১৭/শুক্রবার