শস্ত্রে নাহি ছিন্ন হয় এ আত্মা কখন
নাহি হয় কভু ইহা অনলে দহন
সিক্ত নাহি হয় ইহা কভুও সলীলে
নাহি হয় কভু ইহা শুষ্ক সমীরণে...

সে আছে সে ছিল সে থাকবে অনন্তে
হ্রাস কিংবা বৃদ্ধিরহিত মনের অজান্তে
চিরপুরানো হয়েও চির নতুন চমকিত
শরীরের শত মরণে সে হয়না নিহত...




...গীতানুবাদ