দেখতে কী চাও তুমি সমুদ্রের ভেজা বালিহাঁস?
কেমন সে কোথা থেকে এসে এসে
ডেকে ডেকে চলে যায়…!

নাক্ষত্রিক সমুদ্রের ভেজা বালিহাঁস
​ ​ ​ তুমি আমার নিসর্গের আবাসে
স্বতঃপ্রবাহিত হয়ে এসো কল্লোলিত জলোচ্ছাসে
মরুভূমির তপ্ত বুকে জলজ গোলাপ হয়ে
​ ​ ​ যেন অনাদিকালের আনন্দ প্রকাশ
তোমার ডানায় ওঠে অনিঃশেষ মধুর ধ্বনি,
​ ​ ​ আমার চোখে ছুঁয়ে আসে সুরময়ী সঞ্চারী…

দিগন্ত ভ’রে গম্ভীর জলরাশি
​ ​ ​ সুনীল ভাবনার আকাশে ছড়াও
কল্পনার সর্বরঙিন মিহিন বাষ্পমালা
আমি যেন কার অস্ফূট গান শুনি আশেপাশে
বিরহস্নাত আমার প্রাণে জাগে এক পলকের হাসি
​ ​ ​ সৈকতের ধুসরিত বালুকা বিছানায়
​ ​ ​ তোমার আজন্মের বকেয়া কথার ঢেউ
আর মধুব্যথা সুন্দরতম শঙ্খ হয়ে ভেসে আসে

তুমি একা নও
​ ​ ​ তোমার সাথে এই দারুন পৃথিবীর
পড়ন্ত বিকেলে সাগর সৈকতের
​ ​ ​ ভেজা বালিহাঁস রয়েছে
রয়েছে আমরণ কারো প্রিয়তম পায়ের আওয়াজ ​
আর এক চোখ অতলান্তিক সমুদ্র চরাচর…

দেখতে কী চাও তুমি সমুদ্রের ভেজা বালিহাঁস?
কেমন সে কোথা থেকে এসে এসে
ডেকে ডেকে চলে যায়…!
_________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]