দেখতে কী চাও তুমি সমুদ্রের ভেজা বালিহাঁস?
কেমন সে কোথা থেকে এসে এসে
ডেকে ডেকে চলে যায়…!
নাক্ষত্রিক সমুদ্রের ভেজা বালিহাঁস
তুমি আমার নিসর্গের আবাসে
স্বতঃপ্রবাহিত হয়ে এসো কল্লোলিত জলোচ্ছাসে
মরুভূমির তপ্ত বুকে জলজ গোলাপ হয়ে
যেন অনাদিকালের আনন্দ প্রকাশ
তোমার ডানায় ওঠে অনিঃশেষ মধুর ধ্বনি,
আমার চোখে ছুঁয়ে আসে সুরময়ী সঞ্চারী…
দিগন্ত ভ’রে গম্ভীর জলরাশি
সুনীল ভাবনার আকাশে ছড়াও
কল্পনার সর্বরঙিন মিহিন বাষ্পমালা
আমি যেন কার অস্ফূট গান শুনি আশেপাশে
বিরহস্নাত আমার প্রাণে জাগে এক পলকের হাসি
সৈকতের ধুসরিত বালুকা বিছানায়
তোমার আজন্মের বকেয়া কথার ঢেউ
আর মধুব্যথা সুন্দরতম শঙ্খ হয়ে ভেসে আসে
তুমি একা নও
তোমার সাথে এই দারুন পৃথিবীর
পড়ন্ত বিকেলে সাগর সৈকতের
ভেজা বালিহাঁস রয়েছে
রয়েছে আমরণ কারো প্রিয়তম পায়ের আওয়াজ
আর এক চোখ অতলান্তিক সমুদ্র চরাচর…
দেখতে কী চাও তুমি সমুদ্রের ভেজা বালিহাঁস?
কেমন সে কোথা থেকে এসে এসে
ডেকে ডেকে চলে যায়…!
_________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]