আমার আর হলোনা বলা কতটুকু ভালোবাসি
অথচ কেমন ছিলাম আমরা দুজনে পাশাপাশি,
শিশির-প্রভাত এলো গেলো তুমিই শুধু উধাও
আমায় এমন একা ফেলে কী সুখ তুমি পাও?
হাতের উপর হাত আর মেঘের উপর মেঘ
অজানা ঠিকানা, একাকীত্ব বাড়িয়েছে উদ্বেগ,
নয়ন তোমাকে চায় শুধু দেখতে একটিবার
আমার এ 'তুমি-অভাব' কে করবে প্রতিকার?
কাছে আমার নেই তুমি, তোমার কাছে আমি!
তোমার খোঁজে অহর্নিশি অথৈ জলে নামি,
কত দিকে, কত ভাবে তোমায় খুঁজে যাই
তোমার পথের দিশা দেবে, এমন কাকে পাই?
বয়স আমার বাড়ছে শুধুই, মন একেবারে শিশু
মা মেরির কোলে শোয়া মাইকেলেঞ্জেলোর যীশু,
দেখতে যদি একটি সাগর অশ্রু আমার বুকে,
আমায় কী আর মরতে হতো এমনি ধুঁকে ধুঁকে?
তোমায় আপন করে আমি নিজকে করেছি পর
পথের ডাকে আমায় ডাকার পাওনি অবসর,
আমার কাছে ফিরে তুমি এসো আর একবার
অভয় দিলাম, খোলা পাবে আমার দখিন-দ্বার..