/মাটিতে রোদের উষ্ণ আলো পড়ে থাকে
সে নেই..! সে আছে হৃদয় দিয়েছি যাকে...
সে আছে...! সর্বদা হৃদয়ের কাছে কাছে/

/মিলন চেয়ে পোড়া দু'চোখ শুধু কাঁদে
অকাল বিরহে....... নিঃশব্দ আর্তনাদে...
নিঃশব্দে সে চলে যায়, নিঃশব্দে আসে/

/সে আসে আপনহারা প্রাণের কিনারে
নিকষ আঁধারে পরাণে পেয়েছি যারে...
সে নেই...! অথচ আছে একমাত্র সে'ই/




____________________
(অংশবিশেষ)
০৪/০১/২০১৮/বৃহস্পতিবার
কারবালা যশোর বাংলাদেশ