কালেরে আমি কতবার করে বলি -
এই আমি যেমন ছোট্ট বালক আছি
চিরকাল এমনি ঠিক থাকি
জানিনা কি হয় এমন ক্ষতি,
আমার আবেগগুলোকে করে দিলে সত্যি!
আসলে মহাশূন্যের নিয়মের কথা -
আমার মতন কালহীন ভালোবাসাবাসি
কি দায় পড়েছে সইবে কালদেবী,
তবে আফসোস জানো কি!
তাকে তৃপ্ত করতে কম চেষ্টা করিনি।
কত রাত প্রভাতের মুখ দেখে -
আমি কালের অঞ্জলি দেবো বলে
আবেগের ফুলমালা গেঁথে,
কাব্য মাদুরে পড়েছি শুয়ে
যাইনি প্রিয়ার শেষের কাছে।
প্রিয়তি আমি জানিনা সত্যি -
কালদেবী তবে কি আমারে
ক্রমশ দিচ্ছে উত্তর নিরবে,
সংস্থিতা হয়ে প্রহর গুনছে
শাস্তি দেবার অভিপ্রায়ে।
জানি প্রিয়ার অস্থি আছে মাটিতে -
কাজ শুধু আজ চিঠি লেখা
মৃত্যুর পরে প্রিয়ারে ভালোবাসা,
গভীর রাতে খুলি যখন জানালা
দাড়াও এসে ম্লান হেসে, দুই চোখ ভেজা
ওগো প্রিয়, আমি পৃথ্বীকে বলি আজো -
প্রিয়ার চোখের আখি জলমালা
তাই দিয়ে আমি লিখেছি কবিতা,
এই অঞ্জলি লহ কালবালা
এ আমার ও তার চির ভালোবাসা
কালদেবী বলি তোমাকে শোনো -
মোর প্রেমী এত প্রিয় মহামায়া
তার অন্তর্ধানে না পেয়ে ব্যথা,
কাব্যবেদীতে বসা দেবীকে করি পূজা
একদিন বেলাশেষে ঠিক হবে দেখা।
মহাকাল শুধু তুমিই একথা শোনো -
মোর প্রিয় বেহেশতের বারান্দায় বসে
আমারই তরে ঠিক তবু চেয়ে রবে,
আর আমি রবের করুণায় সিক্ত হয়ে
তার কাছে ফিরে যাবো চিরতরে।।
|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|_Π_|
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
২২/০৪/২০১৭ শনিবার