(১)
কোথায় আকাশ তেমন খালি, প্রিয়ার বিরহ রাখি
মনে বিম্বিত সদাহাস্য চির পরিচিত মায়া মুখ
তার চেয়েও কি আর কেউ আছে নিরিবিলি পাখি
আমার ব্যথাতীত ব্যথা, সুখেরও অধিক সুখ...

(২)
তুমি ও তোমার সমস্ত অস্তিত্ব আমার কাছে ঈদি
তুমি নেই তবুও তুমিময় আমার যা কিছু আছে
আমাকে তোমার সর্ব্বকালসঙ্গী করেছে দয়াল বিধি
আমার হৃদয় অন্ধ অতৃপ্ত তবু সে তোমার প্রেমে বাঁচে...

(৩)
কত দারুন অনাবিল দিন দুপুর বিকেল সন্ধ্যা রাত
হৃদয়ের কাছে হৃদয়ের অনন্ত সুখ, প্রশান্ত বসবাস
তোমার হাসিমুখ, তোমার চোখে সুখের জলপ্রপাত
আমাকে দেয় অনন্তে তোমার ফিরে পাওয়ার আশ্বাস...



যশোর / ঢাকা / বাংলাদেশ
০১/০৮/২০২২