ফিরে ফিরে এসে ভুল করি আবারো
যাবজ্জীবন শুধু গরল পান করে
মরণ কিঞ্চিত এগিয়েছে মাত্র...
ফুলের সমাহার এমন ক'রে কারো
অসময়ে বসন্ত ডেকে আনে
তাকে না যায় চুমুর আশ্লেষ দেয়া
নয়নে সাতরঙা বিবশ ঘোর
না যায় মঞ্চ ছেড়ে আড়ালে থাকা...
সটান সহনসীমা প্রায়ই উতরে যায়
যাহা চাই তাহা না পাবার আক্ষেপে
অনিচ্ছায় হাত মুঠো হয়ে আসে
কুন্ঠিত হতে চায় অধম অদৃষ্ট আশা
আকাঙখা যখন অবদানের চেয়ে বৃহত্তর
মর্মলজ্জা শানিত তরবারি হয়ে কাটে...
প্রাপ্তির মানদন্ডে অফুরান চারপাশ
আক্ষেপগুলো সজোরে নিক্ষিপ্ত আকাশে
ইচ্ছেছন্দ ক্রমান্বয়ে ধীরতর ম্লান হয়ে
ফেলে যায় নাতিশীতোষ্ণ মুমূর্ষু নিঃশ্বাস
মিহিন রেশমী বিদায় সংকেত শোনা যায়
নিঃশব্দী অতরঙ্গিত কৃষ্ণাভ আকাশগঙ্গায়
সন্ধ্যা নামে অতলান্তিক অনন্ত দশদিকে...
নিদানকালে ক্ষণিকের মোহ বাড়ে আরো
যাবজ্জীবন শুধু গরল পান করে
মরণ কিঞ্চিত এগিয়েছে মাত্র...
১৯/০৯/২০২২/সোমবার
উত্তরা / ঢাকা / বাংলাদেশ