আজকে কোথাও না কোথাও চলে যাবোই
সংসারের সব মায়া আর মমতা কাটিয়ে
কোনদিন আর ফিরে না আসার প্রতিজ্ঞায়
নতুন কোন পৃথিবীর অনিবার্য প্রয়োজনীয়তায়...
খুবই কী কঠিন মনুষ্যত্বসহ বেচে থাকা? সত্যিই সুকঠিন, ভাইসব...
যখন প্রতিদিনই মানুষ হত্যা স্বাভাবিক
ধর্ষন, প্রতারণা, জালিয়াতির খবর
প্রকাশিত হতেই থাকবে, থামবে না...
সততা, সত্যবাদিতা শুধু পাঠ্যপুস্তকেই থেকে যাবে,
এমন পৃথিবীতে আমার সন্তানকে রেখে যেতে হবে!
ঘরের দরজা জানালা বন্ধ করে,
চোখ কান বুজে
সারাজীবন শুয়ে থাকতে পারবো না,
ঝিঁ ঝিঁ ধরে যাবে
বাইরের জনাকীর্ণ জীবনও কাম্য নয়,
ঘেন্না ধরে গেছে
তাই ভাবছি বারমুডা ট্রায়াঙ্গলে
চলে যাবো যেভাবে পারি...
কেউই এমনকি আমিও জানতে পাবো না
আমি কোথায় চলে গিয়েছি কিংবা কোথায় যাবো...!
বছরের পর বছর ধরে কেবলই
এমন ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
আর বাদবাকি সবাই মুর্খ,
একথা যেমন বলা যাবে না
তেমন নিরব নপুংসক দর্শক হয়ে,
সংসার ঠেলে চালিয়ে যাওয়া
এই পৃথিবীর ঘটনাবলীর সমাবেশ আর বিন্যাস দেখতে থাকা,
এ আর কোনোভাবেই চলছে না, চলবে না
চোখেও চালশে পড়তে শুরু করেছে...
তাই আজকে কোথাও না কোথাও চলে যাবোই,
নিশ্চিত চলে যাবো, আর ফিরে না আসার প্রতিজ্ঞায়...