ফুল বাগানে ফুলেরা হাসে
কে ঐ আসে নূরের ছবি
প্রেম বিলিয়ে গুনাহ্ ঝরিয়ে
পথ দেখিয়ে মায়ার নবী
বান্দা পাপী পথে কাঁদে হায়
আশার শিশির চকিতে শুকায়
সুখবর দেয় নবী 'মুমিনীনে',
দীন হীনে, মিলবে সবি...!
আঁধার রাতে পূর্ণিমার আলো
হ’য়ে হাজির পথ দেখালো
প্রেম শিখালো অধম বান্দায়,
নতুন আশায় 'আল-আরাবি'
পাইয়া 'সালাত' রবের 'নিয়ামত'
দুনিয়া পাইলো অসীম 'রহমত'
আমার 'হযরত' 'শাফি' 'তাহের'
ব্যথিত ব্যথিতের 'আস-সাহাবি'
ফুল বাগানে ফুলেরা হাসে
কে ঐ আসে নূরের ছবি
প্রেম বিলিয়ে গুনাহ্ ঝরিয়ে
পথ দেখিয়ে মায়ার নবী
শব্দ তরজমাঃ মুমিনীনে – বিশ্বাসীগণে | আল-আরাবি – আরববাসী | সালাত – নামাজ | নিয়ামত – সম্পদ | রহমত – দয়া | হযরত - অতি সম্মানিত | শাফি – নিরাময়কারী | তাহের – পবিত্র | আস-সাহাবি – সাথী, সহযাত্রী
সুরঃ এই নাত-ই-রাসুল'খানি "সিন্ধু-ভৈরবী" রাগের নোটেশ্যনে গীত হবে
অনুসৃতব্য সুর ও ছন্দঃ "মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কে ওই আসে" - কবি কাজী নজরুল ইসলাম
____________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য "বাংলা কবিতা"য় প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]