আকাশ ধূসর হয়ে আসতে থাকলে
যেমন খুব মন খারাপ হয়ে যেতে থাকতো
তোমার আনাগোনাহীন জীবনে
মন খারাপের দৈনিক হাট বসে...
হাতের তালুতে চেয়ে তোমার স্পর্শ খুঁজি
যদি দেখা যেতো সেসব দিনগুলো!
তিতিক্ষার দিনগুলো, কিভাবে কেটেছে অসহ...
অপেক্ষার বিকেলগুলো কত সোনালী ছিল
পানি-জমা চোখে তোমার অবয়ব
আমাকে যেন ধুলো করে দেয়...
আমার কাছে আমি অপরিচিত হয়ে যাই
শুধু তোমাকে দেখে ফেলি, প্রায় ছুঁয়ে ফেলি
আমি হারিয়ে যাই, তোমাকে খুঁজে পাবার জন্যে
তোমাকে ভালোবাসতে বাসতে আমি প্রতিচ্ছবি হয়ে যাই...
তুমি শুধু হাসো... কাঁদো'ও বোধহয়
কী ভীষণ দুর্বিষহ বেচে থাকি এই তুমিময় একাকীত্বে
তা তুমি যদি জানতে, তুমি যদি জানতে...