শহরের পথে হেটে হেটে আমি খুঁজে বেড়িয়েছি
আমার হারানো সুর, আমার হারানো নীল গিটার...
কোথায় আমি হারিয়ে ফেলেছি ধুসরিত বিকেল
ছোঁয় না আমায় আর তো সেই সোনালী আঙ্গুল,
কিছু বলে কিছু না বলে কেটে যেতো যে সময়
ফিরে আর আসেনা কিছুতে চলে গেছে বহুদূর...
শুধু শুধু কেন বিকেলগুলো অকালে হারিয়ে যায়
সাথে করে সমস্ত অবাক প্রেম কথা হাসি গান,
ফেরারি পথিক আদিগন্ত খোঁজে অপলক চোখে
সহস্রাব্দের চেষ্টায় যদি সে আচমকা ফিরে আসে...
যার যা কিছু হারায় সেই জানে তার প্রকৃত মূল্য
হারানো বিজ্ঞপ্তি হাতে ঘুরে ফিরে কাটে জীবন,
ফিরে পাবে না জেনে'ও খুঁজে ফেরে ঘরে বাইরে
যে সুর হারিয়ে গিয়েছে নিয়ে সব সুখ আনন্দ...
শহরের পথে হেটে হেটে আমি খুঁজে বেড়িয়েছি
আমার হারানো সুর, আমার হারানো নীল গিটার...
_____________________________
[অসম্পূর্ণ]
১১/১২/২০১৭/সোমবার
উত্তরা ঢাকা বাংলাদেশ