ভোরের ঘুম জড়ানো চোখের প্রিয়তম
তোমায় আমি ভুলিনি,
আমার জীবন তোমাতেই সম্পূর্ণ
অন্য কাউকে খুঁজিনি...
যা কিছু দেবার সবটুকু তুমি আঁজলা ভরে
দিয়েছো আমায় নিজেকে অতিশূন্য করে
প্রাণে আমায় দিয়েছো মধুকর
প্রেম অমৃত নীলকণ্ঠ স্বপ্ন চরাচর
আমাকে যা কিছু করিয়াছে মহীয়ান
সকলি হে প্রিয় তোমার অকুন্ঠ অবদান...
তোমায় পেয়েছি অনেক কষ্ট সয়ে
পেতে চেয়েছি যেকোন বিনিময়ে
এ পৃথিবী তেমন দামি কই?
তোমায় ছাড়া আধাঁর গৃহে রই...
না থেকেও তুমি রয়েছো
আমার আকাশে একেলা চাঁদ
শুধু এতটুকু জেনে নিও
যেখানে আমার তোমার প্রেম-প্রাসাদ
সেথায় তুমি মহারানী প্রিয়তম...
ভোরের ঘুম জড়ানো চোখের প্রিয়তম
তোমায় আমি ভুলিনি,
আমার জীবন তোমাতেই সম্পূর্ণ
অন্য কাউকে খুঁজিনি...