মাছের মত হিমেল দুটো কাঁজল চোখ
যখন কারো মন বাগানে ফুল ফোঁটায়,
কোথাও তখন বাঁশী বাজে এমনিতেই
উতল রাঁধা অভিসারের দিন গোনে...
প্রাণে তাথৈ তাথৈ প্রেমের তাল ওঠে
নিখুঁত ছন্দে সঙ্গত করে একতারা,
এমন দিনে সকাল আসে ভোরবেলা
সমর্পণের অধীর আশায় রাত কাটে...
যখন যেমন যেথায় খুশি মন ছোটে
প্রাণের ভেতর মহুয়া সুবাস উন্মাতাল
শুধু শুধু পথ হারাতে ইচ্ছে হয়,
অকারণে কারো জন্যে মন পোঁড়ে...
কারো জন্যে নিপীড়িত অবুঝ মন
সারাবেলা একই রকম দলছাড়া,
থেকে থেকে ঘুড়ির সূতোয় সুখ খুঁজে
আকাশপথে প্রিয়ার দেশে রওনা দেয়..