কি সমস্ত অভূতপূর্ব সুন্দর ফুল এসে
জড়ো হয় আমার জলের কিনারায়
ক্ষণিকে সেগুলো সুদূরে চলে ভেসে
আমার মন থাকে তোমার পাহারায়...
যাবো তবু কোনো একদিন কুহুদ্বীপে
ফেলে সমস্ত অনাদিকালের স্মৃতি
সমর্পণের বেলা যখন তোমার সমীপে
আমি হয়ে উঠি তোমার প্রতিকৃতি...
স্নিগ্ধ ফুল ফোটে তোমার চুমু নিয়ে
যার অন্তরীণে মুগ্ধতার মিহিন মধু
সে যায় তার যা কিছু সর্বস্ব বিকিয়ে
প্রাণের উপর পেতে চিরকালের বঁধু...
আমার ব্যথা প্রতিফলিত তারায় তারায়
আমার মন থাকে, থেকে যায় তোমার পাহারায়...
সে আসে, মাত্র শুধুই ভালোবাসে
আসে নিয়ে যা কিছু প্রেম মায়া
কাছে এসে সে দারুন হাসি হাসে
মুগ্ধ চোখে দেখি মৃদুমন্দ ছায়া...
নিকষ আঁধারে সে হঠাৎ উল্কা আলো
বিজুলি মেঘে বরষা জলের ভিতর
চাইতে দেখি কোথা, কখন সে হারালো
রাত্রি আমার কালোয় কালোয় বিভোর...
সে এসে বার বারই অজান্তে হারায়
তবুও আমার মন থেকে যায় তাঁরই পাহারায়...