চোখ ছিল স্বাশ্রু আর অবয়ব হাসি মাখা
বন্ধু তুমি আমার পথ চেয়ে থাকতে একা
প্রিয়তমা, তোমার আর কী পাবো দেখা?
প্রেমে নিষিক্ত তুমি হয়েছ উজ্জ্বল কাঁচপোকা
কেমন করে কাঁদতে তুমি আমায় মনে ক'রে
কী দূর্ভাবনা ভাবতে বসে সমস্ত দিন ধ'রে?
কেমন করে কোথায় হলো দুটি হিয়ার মিলন
একত্রিত হলো তোমার আমার দুটি জীবন
কত দিনের আনন্দ হাসি কান্না অভিমান
আপনার চেয়ে আপন করে পূর্ণ করেছে প্রাণ
তুমি অনন্ত শাশ্বতী - হৃদকমলে পূর্ণ চন্দ্রমুখী
থাকতে কাছে ভাবোনি দূরদেশে যাবো চলে
কাঁদবে হিয়া, তোমার চোখের আড়াল হলে,
তোমার করুণ সজল নয়ন, নিত্য দীর্ঘশ্বাস
সাক্ষী থেকো চন্দ্র সূর্য ধরনী আকাশ বাতাস
নীহারিকাপ্রায় আমার রুহে তোমার আবাস
শত সহস্রাব্দ গেলেও প্রিয়তমা, এই আমি
তোমার অশ্রুজলে জীবন্ত অমর প্রাণস্বামী
প্রিয়তমা, তোমার আর কী পাবো দেখা?
বন্ধু তুমি আমার পথ চেয়ে থাকতে একা
চোখ ছিল স্বাশ্রু আর অবয়ব হাসি মাখা
_____________________
উত্তরা ঢাকা বাংলাদেশ
০১/১০/২০১৭/রবিবার