অনেক ভেবে বা না ভেবে বলি, তুমি তুলনাহীন
কিন্তু তবু তোমাকে আমার একান্তে লেপ্টে থাকা
আপনার চেয়ে আপন অন্তর্বাসের মত মনে হয়;


মেনে বা না মেনে তোমার হাতখানি ধরি কখনো
আঙ্গুল ফোটানোর অবসরে আবার ছেড়েও দিই
হাতে এসে জুটে যায় অবাধ্য সব অনিবার্য শব্দ;


যেখানে তোমার তরতাজা খবর পাওয়া যাবে
শুধু সেসব স্থানে একটি করে গোলাপ লাগাই
সারাক্ষণ হাতে ধুলোমাটির মানচিত্রে রক্তারক্তি;


অনাবিল ইথারে যখন ভেসে আসে প্রেম-কাঞ্চন
স্যুটের চেয়ে অধিক ভালো লাগে লুঙ্গি পাঞ্জাবী
স্বাচ্ছন্দ্য মানেই কেবল তোমার অনুপস্থিতি...



(সংক্ষেপিত)___________________
যশোর ঢাকা বাংলাদেশ
০৬/১২/২০১৭/বুধবার