আরশিতে যা দেখি তাহাই ঝাঁপসা মদির কৃষ্ণ মায়া
আর কবে আর পাব তারে কায়ার সাথে বান্ধা কায়া।।

আমার খোঁজে নিখোঁজ পথের ভিখারি,
বিবাগী আমায় খুঁজে ফেরে অহরহ,
আমিই তাহার পথ খুঁজে দিই
আমাতে যার অপার মোহ।।

কোথায় আকাঙ্খিত সেই সে সুপথ
যাহার লাগি প্রাণ সুজন কাঁদে,
কোথাও যখন জল মেলে না
আপনি এসে পিরীত সাধে।।

দু'দিন না যেতেই ভাঙে বসতভিটে
এমনই কুপ্রেমের জোয়ার ভারি,
মহুয়া মধু জোর-তৃষ্ণা বাড়ায়
জগত জেতে শুধু আমি হারি।।

মেরে কেটে তার পায়ে ধরে বলি
পেয়েছো যা তাই শোকর করো    
উপরি পাওনা শিকেয় তুলে
মরার আগে আপনি মরো।।

এত কাল সোনা ছুঁয়ে কয়লা হলো
বিধি কলের উপর কল ফেদেছে
কালে আমায় পাগল পেয়ে
যা খুশি তাই কর সেধেছে।।

আমার পরাণ ময়ূর সইতে নারে
ভিখারি সাধুর একলা কাঁদন
যাতে তাতে মন মজে যায়
হয়না তাহার সময় সাধন।।

আরশিতে যা দেখি তাহাই ঝাঁপসা মদির কৃষ্ণ মায়া
আর কবে আর পাব তারে কায়ার সাথে বান্ধা কায়া।।
                                              (সংক্ষেপিত)

___________________________________
উত্তরা ঢাকা
বাংলাদেশ
২১/০২/২০১৭