দশদিকে ঝুলন্ত এ পৃথিবী গ্রহ
আরো যতকাল নক্ষত্র দ্রুতিময়,
পিতামাতা সন্তানের বিশুদ্ধ প্রেম
মমতা মায়ায় বাধা সহোদর ভ্রাতা  
একভাবে চিরস্থিত বদ্ধ জলাশয়...

সদ্যজাত কুলশিশু বিগত জননী
স্মৃতিহীন স্বর্ণমৎস এদিক ওদিক,
শুভ মঙ্গলাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন
পরিচয়পত্রধারী গৃহে বিভীষণ...

বিমূর্ত কায়াহীন স্নেহ আশীর্বাদ
নির্লিপ্ত মনস্তাপ তবুও প্রশান্তি,
নির্মিলীন আত্মগ্লানি নিরহঙ্কারে
মুহূর্তে স্বস্তিপ্রাপ্ত যাপিত জীবন...

কেউ কেউ অন্ধকারে অতীতমুখী
আলোকিত হাতেগোনা স্বকীর্তিময়,
বিচ্ছিন্ন ঘটনা তথাপি'ও চলমান
ঘটমান বর্তমান আরশোলা স্বপ্রাণ...

জ্ঞানপাপী, আত্মতৃপ্ত অথবা স্বার্থপর
নির্ভীক, হটকারী কিংবা দূরাচার
যেখানে যেভাবে যার দেহ মানানসই,
পরিস্থিত নির্বিকার রসহীন হৃদে...

এক পক্ষ জীবিত বিভাজ্য নিঃশেষে
কর্কশ বাস্তবতায় অন্য পক্ষ মৃত
কুশীলব নির্বাক, যাত্রাপালা সমাপন  
যন্ত্রণার যাতাকল তেমনি সচল... .. .


/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\\/\/\/\/\/\/\/\/\/\
উত্তরা ঢাকা
বাংলাদেশ
২০/০২/২০১৭