বিদায়ী মাইল-ফলকের কাছেই তোমাকে
           দাড়িয়ে থাকতে দেখে বুঝেছিলাম
                 তোমাকে বিদায় দিতেই হবে।

তোমাকে বেধে রাখার সাধ্য আমার কোথায়?
           অকৃপণ উন্মুক্ত ভালোবেসেছি মাত্র
                  চোরের মত লুকিয়ে আড়ালে।

তোমাকে বিদায় দেবার অর্থ কী জানো?
           তোমার কাছ থেকে বিদায় নেয়া
                  প্রতিটি অতীত মুহূর্তের মত।

এত যে কাছে, এই প্রাণ প্রকোষ্ঠে রয়েছো
           তবুও একমুহূর্ত না দেখে তোমাকে
                  থাকতে পারা অসম্ভব হয়ে ওঠে।

যদিবা ভালোবেসে থাকো, এই প্রস্তরাধিক প্রাণ
           যদিবা আরও কিছু বলার থাকে বাকি
                  নীল পেয়ালার দীর্ঘশ্বাস পান ক'রো

তুমি কী আমার শিরোচ্ছেদকারিনী হবে প্রিয়
           তোমার চোখ খোলো, দেখতে পাবে
                  একটা নীলাভ ছায়া শুধু দুলছে দূরে...



উত্তরা ঢাকা
বাংলাদেশ
১৯/০২/২০১৭