কথা বললেই যদি তা কাব্য হয়
তাহলে কথোপকথন থাক পথে পড়ে,
মনের কথা ভাষা হারাক,
পৃথিবী আর পৃথিবীর বাইরের
সব মানুষ বোবা হয়ে যাক...
লিভ টুগেদার আরো বাড়ুক দিনে দিনে
ডাস্টবিনে পড়ে থাকুক অপরিণত প্রাণ...
মাকড়শার জাল ঝুলের দোলনায়
ভরে থাকুক ভবঘুরের ঘর...
অভিসারে গিয়ে প্রেমীবৃন্দের
আর ফিরে আসার দরকার নেই,
দুর্দিনের সঞ্চয় হিসেবে যে পারমানবিক বোমা
দেশে দেশে মজুত আছে
কথার বদলে তাই ফাটুক একে একে...
যা ইচ্ছে তাই হোক এই অভাগা পৃথিবীতে...
(সংক্ষেপিত)
০৯/০২/২০১৭
উত্তরা ঢাকা
বাংলাদেশ