কবির সমাধি'ও যেন এক
বেদনাময় কাব্যের সৌধ
যেখানে কখনও না কখনও
দেখা যাবে কোনো
মহাকালের আবর্তে হৃতসর্বস্ব
তার মানস-প্রিয়া এসে
অশ্রুর অঞ্জলি দিয়ে হারিয়ে
যায় কালের গহীন অতলান্তিকে...

শুধু কারো দীর্ঘ নিঃশ্বাস রয়ে যায়...
রয়ে যায় কারো একটি খোঁপার ফুল
কিংবা মৃদুল পায়ের একটু উষ্ণতায়
জেগে ওঠে হলুদ সবুজ পাতাবাহার...


উত্তরা ঢাকা
বাংলাদেশ
০২/০২/২০১৭ বৃহস্পতিবার