আমি কোথায় যেতে কোথা যে যাই
আমার অন্তর্জ্বালার লেখাজোখা নাই...

বিস্মৃত হয়ে পরাণি আমার
রয়েছে কোথায় লুকায়ে,
জলজ্যান্ত প্রাণখানি তাই
ক্রমশ আসছে শুকায়ে।।

এমনও নিঠুর হতে পারে
কভু আমার প্রিয়ার দিল্!
প্রভু তুমি তারে তবুও
দিওনা অভিশাপ এক তিল।।

আমি কোথায় যেতে কোথা যে যাই
আমার অন্তর্জ্বালার লেখাজোখা নাই...


উত্তরা ঢাকা
বাংলাদেশ
০১/০২/২০১৭