দারুন ফুলেল ফাগুনকে নিঃশেষ করে
তোমাকে আমার জীবনসঙ্গী করার পরও
বাহুমাঝে পাইনা কোন স্পন্দিত দেহলতা...
তখন মাথাটা ঝাঁ ঝাঁ করে ওঠে,
সেল্ ফোনের H বোতাম চেপে মুহূর্তেই
তোমার হলোগ্রাফিক শরীর ছুঁই!
চোখে চোখ রাখি, হাতে হাত, আঙ্গুলে আঙ্গুল
শুধু তোমার শরীরের গন্ধে মাতাল হবো বলে
A বোতাম বার বার স্পর্শ ক'রে,
তোমার শরীরের গাঢ় এরোমা নিই
তোমাকে আদর করি, তোমাকে চুমু দিই
আরো কাছে এসে তোমাকে শুষে নিয়ে
খুন হয়ে যাই শয়তানের হাতে...
বিদ্যুৎ আবেশিত যন্ত্রতাড়িত জীবনে
এই রক্তমাংসহীন অশরীরি উন্মাদনা
একরকম মন্দ না! তবে পৃথিবীটা
জনশূন্য জঙ্গল হতে পারে যদিও
জঙ্গলে স্বাগতম আমার প্রিয়তমা...!
সবুজ ফসলের মাঠের হাসিই আমার সান্তনা,
বেঁচে থাকার, শরীরে প্রাণময় হওয়ার,
পৃথিবীকে বাঁচিয়ে রাখার অনুপ্রেষণা...
এসো প্রিয়তম এ পৃথিবীকে আমি তুমি সে
আবার বসবাসযোগ্য করে তুলি
অতলান্তিক স্থানিক দূরত্ব ঘুঁচিয়ে,
মাটিতে পা রেখে, আর হাতে রেখে হাত
এই হোক আজ পৃথিবীর পাঠশালার প্রথম শপথ...