ভাব ও আদর্শ - কবি কাজী নজরুল ইসলাম
আকার ও প্রকৃতি - কৈশোর মিত্রাক্ষর
**************************
কে তুমি নিশিতারা উজ্জ্বল
চঞ্চলা ঝিলমিল হাসির,
সুর তুমি মোর বিরহ-কাতর
নিষ্পলা বিভোল বাঁশীর।
উদয় গাহন বাহন তুমি
রবির পরশ লাল ছটায়,
আনিছ বয়ে হরষ তুমি
বিরস মনের বসনটায়।
সোনার ছোপ ও হৃদয়টাতে
ঠিক যেন রোদ বৈশাখের,
তপ্ত হাওয়ায় সিক্ত হলাম
শুনতে পেলাম সুর সুখের।
আয়ত নয়ন সবার আগে
মোর হৃদয়ে ফেলছে দাগ,
চপল চলার ছন্দে দেখি
সলজ্জ তুমি অস্তরাগ।
মনে তোমার অনেক কথা
পদ্মমুখে দারুন লাজ
প্রেমের আভাস আধখানা চাঁদ
পরনে নবীন কেঁয়ার সাজ।
বঙ্গ তনয়া সবুজ হৃদয়া
তুল্য সে শ্রাবণ বারির
হিয়ার সাথে পড়ছে বাধা
আশ্লেষ এ কোন নারীর!
চঞ্চলা সে হাবা ছুড়ি
শিকার প্রথম চুম্বনের,
পলাশ ছাঁয়ের দোদুল শাখে
কুমারী ফাগুন বনের।
সরল মনের চুমকিটি আজ
তোমার কায়ায় চমকিছে,
হিমেল কাঁপুনি লজ্জা আবীর
তোমার মনে ছমকিছে।
দরদ ভরা তোমার চাহনি
করছে মোরে শূন্যবাক,
তীলোত্তমা কৃষ্ণকায়া
হৃদয় তোমার শুভ্রশাঁখ।
নতুন হাওয়া লাগছে আবার
ভাঙ্গা মনের পালটিতে,
উদাস দুপুর গোলাপ আভা
ফুলবালার ও গালটিতে।।
১৯৯৩
পুরাতন কসবা
যশোর বাংলাদেশ