অভূতপূর্ব মানব জনম
জীবন জলে টলমলায়...
পেছনে অতীত, হাত'পা বাধা
যেভাবে যাহোক দিন কাটে
হিসেবের খাতা শূন্য সাদা
মনের অলিন্দে ঘোর লাগে...
বিবিধ প্রকার দেনা পাওনা
লেনদেন হয় সুস্বাভাবিক
দিনরাত্রির যাত্রাপালা
কুশীলব ভাবে সব সঠিক...
দেহের আগে শীতল মগজ
নির্দেশ মানে মনপাখী
ভালো মন্দ বিচার সহজ
সে ভরসায় বেঁচে থাকি...
কোথায় যেন তারার আলো
একটু সুখের খবর দেয়
অভূতপূর্ব মানব জনম
জীবন জলে টলমলায়...
উত্তরা
ঢাকা বাংলাদেশ
২৪/০১/২০১৭