ঝকমারি এই রকমারি দুনিয়ায়
হাওয়ার পাঁজরে সবকিছু ভেসে থাকে...

যে যাওয়ার, সে এমনিতে চলে যায়
পতিত রেখে অনুর্বর যত জমি,
ফসল ফলাতে হিমশিম খেতে হয়
যাপিত জীবনে হাজার প্রশ্ন ওঠে...

কখনো কখনো এভাবেই আসে রাত
দিন চলে যায় আকাশের গা বেয়ে,
নখের দৈর্ঘ্য শুধু শুধু বেড়ে যায়
অনাকাঙ্খিত আগাছায় ফুল ফোটে...

মাটির দেহে কিভাবে কোনো কুমার
এমনি অমৃত রসের ধারা বহায়...!
কিভাবে এমন প্রতিকৃতি গড়ে,
মন পবনে আলোর চমক ছোটে...

কোন এক মাঝি আজব নৌকো নিয়ে
ঘাটে এসে নিরন্তর ডেকে যায়...
নিশ্চিত তাকে কোন না কোনদিন
ফেরানো যাবে না কোন অজুহাতে মোটে...

নিজের হাতেই নিজের যত সুপথ
বন্ধ করে ভব কাঙালের ব্যাটা,
ভিক্ষে চেয়ে দোরে দোরে ঘুরে মরে
বিনিময়ে তার আঘাত শুধু জোটে...

ঝকমারি এই রকমারি দুনিয়ায়
হাওয়ার পাঁজরে সবকিছু ভেসে থাকে...



উত্তরা
ঢাকা বাংলাদেশ
২১/০১/২০১৭