তুমি আমার মনের কবি হবে?
তবে তোমার কবিতার খসড়া-খাতায়
প্রামাণ্য হতে হবে কিছু আকাঙ্খিত বিষয় ---
মানুষের মৌলিক চরিত্র প্রবৃত্তির
নানা রঙেঁর গহীন স্পর্শ ও স্খলণ;
মনুষ্য প্রজাতির চারিত্রিক অন্তর্দ্বন্দ্ব,
স্ববিরোধিতা, দ্বিধাবিভক্তি ইত্যাদি
কখনো কখনো যা তাকে স্বয়ংক্রিয়তায়
জীবাত্মা থেকে মানবে রুপান্তরিত করে,
অথবা অতলান্তিক চেষ্টায়...
আমার মনের কবি মহাশয়
আমি তোমাকে মানবরূপে দেখতে চাই...
তোমাকে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে
যেতেই হবে এমন মাথার দিব্যি দেবো না,
যারা গিয়েছে তাদেরকে আমি চিনতে পারি
এমন রংধনুময় অবয়ব তার, চোখ শীতল হয়...
আমার মনের কবি মানুষ
তুমি যা নও তা যেন কখনো
তোমার জীবনে চর্চিত না হয়...
তাহলে তোমাকে আর চেনা হবে না।
আমাদের মধ্যে নাক্ষত্রিক দূরত্ব
তৈরি হতে হতে সূত্রচ্ছেদ হতে পারে...!
সুতরাং এসো আমার মনের কবি,
তুমি কালের হাত দিয়ে সত্যকে লেখো...