পৃথিবীর যত সৌন্দর্য সব হয়ে যায় ম্লান
কাঁজল দীঘির নিটোল জলে তোমার অবাক স্নান,
টাঁপুর টুঁপুর জলমুক্তো তোমার চিবুক বেয়ে
পড়ে আমার হৃদয় পদ্মে ওগো সোনার মেয়ে...
চিরপ্রিয় যখন তুমি আমার বুকে এসে,
একটু খোঁজো শান্তির নীড় আমায় ভালবেসে
আমার প্রাণে তোমার মৃদুমন্দ অাঁচল ছোঁয়ায়
হাজার বসন্ত-বাগের প্রণয়-পুষ্প ঝরায়...
দশ দিগন্ত তোমায় দিলাম অতলান্তিক প্রেম,
ক্যানভাস জুড়ে তুমি উজ্জ্বল আমি নিষ্প্রাণ ফ্রেম...
যেখানে তোমার মমতা আর যতটুকু ভালোবাসা
ভোর হয়ে ওঠে হীরে চমকিত সচ্ছ শিশির-ভাসা
এত ক্ষুদ্র অতি নিঃস্ব আমি সামান্য ঘাঁসফুল
তুমি অথৈ স্নানের নীল-সমুদ্র অবারিত অকূল...
মেনেছি জীবনে আমি সামান্য মানুষ অতি
সাদরে নিয়েছি মেনে জীবনের সব ক্ষতি,
দিশিহারা শ্রান্ত পথিক অনন্ত পথ বাকী
প্রাণেশ্বরী তোমায় ফিরে পাওয়ার আশায় থাকি...
চেয়েছি শুধু তোমাকেই প্রিয় নিবিড় আলিঙ্গনে
শত পরাজয়ে শত যন্ত্রণা ব্যথাভরা জীবনে,
কবে কিভাবে তোমায় পাবো প্রিয়তম নেই জানা
বুঝিনি কখন আড়াল হয়েছো নেই কোন ঠিকানা,
অথচ শতবর্ষ ধরে শত অভিন্ন ছলনায়
প্রেমাঞ্জলি দিয়ে চলেছি তোমার দুটি পা'য়...
তোমায় যা বলা হলো না, রইল সযত্নে তোলা
শুধুমাত্র সুকঠিনই নয় ... নিরঞ্জন শ্রেয়সী স্মৃতিময়...
অপার অসম্ভবতায় পর্যবসিত প্রিয় আমৃত্যু তোমায় ভোলা
তুমিহীন ত্রিভূবন মরুময় ... নীলার্দ্র অসম্পূর্ণ হৃদয়...