কোথায় কবে যেন কেউ বলেছিল,
‘আমার প্রাণে এই যে এমন
নিরন্তর জলপতন শুনতে পাই
তা কী সত্য না শব্দ...?’
ভেবে পাইনে তবু শুনে যাই অক্লান্ত!
সব শেষ থেকেই যদি বা
নতুন করে শুরু করা যেতো ~
তো বেশ হতো,
কিন্তু তা হয় না,
হয়তো হতে নেই...
অনেক কল্পনাপ্রসূত ও অতিজাগতিক
ভাবনিসৃত প্রাকৃতিক দৃশ্যায়ন,
মানব হৃদয়ে স্থানিক ধারণার অবতারনা করলেও
কোথায় আর সেই দৃষ্টি চিরকালীন স্থায়ীত্ব পায় বুঝিনে,
হয়তো তা বোঝার মতো গ্রে-ম্যাটারের সমূহ স্বল্পতা রয়েছে;
ভাবনা ও চিন্তার আঁকর ঝেঁড়ে ঝেঁড়ে
যা পাওয়া যায় তাই ভালো, তা-ই শ্রেয়;
চাঁদের পার্থিব নীলাভ আলোকরশ্মিতে
নির্বিকারচিত্তে অসামাজিক হয়ে যেতে ইচ্ছুক হই বার বার...