তোমার কোলেই পৃথিবীর আলো দেখেছিলাম একদিন
তোমার হাসি-মুখখানি আমার কাছে পৃথিবী সমান
জানি না ঠিক কবে শুরু করেছিলাম ‘মা’ বলে ডাকতে,
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে...!
স্মরণে নেই তোমার অসহনীয় অবাক বেদনাশ্রু
সন্তান অর্জনে নয়ন যখন ভারী অশ্রু ভারাক্রান্ত,
অথচ আপাদমস্তক অপূর্ব এক আনন্দস্রোতে ভাসতে
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে...!
সামান্য আঁচড়’ও পেতে দিতে না তুমি
অসম্ভব তোমার তুলনা খুঁজতে যাওয়া,
‘মা’ বলে ডাকি, ‘মা’ বলেই থাকি ডাকতে
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে...!
জীবনে হয়েছে অসংখ্য অজস্র ভুল ভ্রান্তি
‘মা’ তুমিই শুধু আদরে শুধরে দিয়েছো,
সতত’ই সঠিক পথ ধরে শিখিয়েছো চলতে
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে...!
যাপিত জীবনের কঠিনতম দুঃসময়ে’ও
সম্পূর্ণ নিঃস্বার্থভাবে থেকেছো পাশে,
যা কিছু চেয়েছি, দিয়েছো তার’ও অধিকাংশ
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো...!
এ জীবন ধন্য আমার ‘মা’ তোমাকে পেয়ে
চির নতুন তুমি, আমার জীবনে বহমান
তোমার কাছে শেখার আছে অনেক কিছু আজো...!
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো...!
বেদনা-মলিন দুঃসহ দীর্ঘ চলার পথে
অদ্যাবধি তোমাকে একই রকম লাগে,
তোমার ঋণ স্বীকার করি অকপট, অকুন্ঠ
আমাকে এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো...!
উপরোক্ত লেখাখানি আমার ~The Mother~ এর অনুবাদ যা অন্তর্জালের বিভিন্ন পত্রপল্লবে ইতোমধ্যেই শোভা পাচ্ছে তবে এখানে এটার বাংলা মুদ্রণ দিতে পেরে খুব একান্ত ভালো লাগছে... জানি না কার কাছে কেমন লাগবে...! শুভেচ্ছা অতলান্ত...