“যা ইচ্ছে তা-ই হোক,
সব মঞ্জুর-এ-মহাকাল হোক,
হা-পিত্যেশ করা কি আজকে ছেড়েছি...!

পথে তো কবেই নামা, পথ থেকে পথে অক্লান্ত হন্টন...
পথিক পদবী আজো তবু পাওয়া হয়ে উঠলো না ...
না হোক বা হ্যাঁ, কিছুই যায় আসে না আর;

প্রিয়তিপ্রিয়তমের অত্যাগসহন বিরহে যতই শূন্যতার সৃষ্টি হচ্ছে,
ততই পথ ঢালে নামছে, অতলান্তিকতায় নির্মীলিন অনৈর্ব্যক্তিক সে পথ...

কারো কারো কাছে শুনেছিলাম বটে ভয়ানক সুন্দর এ শূন্যতার বিজ্ঞপ্তি,
যে নামছে শুধু সেই জানে, যে নেমেছে বা নামবে সে নয়কো...

এই হালে কথা কইবার ফুরসত পর্যন্ত নেই, নয়নাভিরাম সে প্রিয়তম!
তার প্রেমে তখন শুধুই নীরব আত্মোবগাহনের নিরবচ্ছিন্ন পরমানন্দ ...”


"ত্রিশঙ্কু প্রবাসী"
১৭~১১~২০১৪