লোকে বলে মোর কেটে গেছে নেশা
সুরার সাধনা ছেড়েছি,
কি ঘোর অপবাদ...! কেন এ কুৎসা,
তওবা আমি করেছি?!
কে জানে ভাই, কে জানে,
আমায় ফিরিয়ে যদি সে ফিরিয়া আসে বেহেশ্ত বাগানে!
আফসোস রে, তা অসম্ভব!!
বেহেশ্ত বাগান দূর্লভ...
সাধু না হয়ে, সাধু সেঁজেছি, এ আমার অপরাধ,
নির্জন প্রাসাদ, কেউ নেই সাথী... একাকীত্ব অবাধ...
মহাপ্রভূ, হে নিরঞ্জন...তুমি তো জেনেছো,
কি আমি যেঁচেছি...! কি ছিল অভিপ্রায়...
“সকল আশা পূর্ণ তোমার হয়েছে নিশ্চয়!”
এখন শুধু এ আশঙ্কা,
আমার সাথে তাহার দেখার মিলবে না সুযোগ;
এ বুকে তার আঘাতের আগ্ সইবে না দোযখ্!
বেহেশ্ত বারান্দায় অপার অপেক্ষায়
থাকলে শুধু চলবে না,
এ গোনাহ্গারের জন্যে, খোদার
কাছে না কাঁদলে চলবে না।
কই কে আছিস, শাঁরাব নিয়ে আয়,
নিশি হয়ে আসে ভোর...!
প্রণয়-পীড়িত প্রীতম হেথা
বেহুঁশ পড়ে আছে তোর...
যা হবার হয়ে গেছে, যাক্
মাতাল হবি আমার মতো মাতাল কবি!
দূর হ’ যা ভাগ্!