মৃত্যু যন্ত্রণায় জারিত মানব সন্তানের
মাগো বলে যে তাৎক্ষণিক প্রশান্তি,
তেমনি পিতৃভূমি তুমি আমার যশোর...

তোমার সাথেই পথ চলতে শিখে
প্রথম হারিয়ে যাওয়া;
গোধুলি বিকেলের সবটুকু সবুজ, সোনা আলো
আজো চোখে লেগে আছে...

পিচঢালা আর ইট বিছানো রাস্তা গলি
এতগুলো দিন রাত বুকে ধরে রেখেছিল,
ব্যস্ত প্রহর আসন্ন তাই যেন এ সুখ আলস্য...

উঠছি, উঠবো ক'রে ক'রে তো চুল পেকে গেলো
তারপরও আধুনিক স্বপ্নগুলো জ্যান্ত হয়ে ওঠে;
বড্ড বেশি ঋণ হয়ে গেলো জন্মের কাছে!
পিতৃভূমির কাছে অনিবার্য ঋণ!

তোমাকে ফাঁকি দিতে পারবো না কোনদিন,
আমৃত্যু তোমার কাছে থাকার আশা ছিল, আছে...
থাকবে'ও...

যশোর, তুমি কেঁদে ফেলো না যেন,
তোমার কোলছাড়া হওয়ার সময় এগিয়ে আসছে...
নিশ্চয়ই কোনো এক সোনালী বিকেলে,
তোমার কোলে আবার ফিরে আসবো, দেখে নিও!


উত্তরা
ঢাকা বাংলাদেশ
২৬/০১/২০১৭