বুঝি আমার আর হবে না জানা,
কোথায় থাকে মনের মানুষ, কোথায় ঠিকানা...!

দিন-দুপুরে দেখতে না পাই, রাতের আশা বৃথা
      আমার প্রাণে থাকে যে জন, চিনতে পারি না,
অভাগারে কেউ পোঁছে না, কেউ দেয়না কথা
      অন্তর-জ্বালা দ্বিগুন বাড়ে, জলেতে নেভে না
যাপন করি শূন্য মনে, প্রিয়মের প্রেম প্রথা...

খুঁজি তারে পাহাড়-চুঁড়ায়, সর্ব সমতল
      মাঝে মাঝে ভাবি বসে, এ কী কারখানা!
কোথায় পাবো পিরিত-সাধনার ফলাফল
      মন যেন ফেরারি পাখি, শোনে না মানা
সারা দেহে আগুন জ্বালে বিরহ জীবন জল...

ভাবে বসে অন্তর্যামী বন্ধুর মুখখানি
      দিগন্ত চেয়ে চেয়ে চক্ষু হইল কানা,
মনস্তাপে বাষ্পীভূত হইল চোখের পানি
      জনম গেল বন্ধুর সনে মিলন হইল না
সবার অলক্ষ্যে তোমায় আমি জীবনসাথী মানি...

বুঝি আমার আর হবে না জানা,
কোথায় থাকে মনের মানুষ, কোথায় ঠিকানা...!



_____________
যশোর, বাংলাদেশ
০৮/০৭/২০১৭