যেখানেই যাও ইশকের হাট বাজার প্রিয়
যদি না হও প্রেমিক তবে ঝামেলা হাজার
আর কিছু না নাও প্রিয় প্রেম সঙ্গে নিও...
বিড়ম্বনা আছে বহু ফকিরের রাজা সাজার
কিই বা আছে তোমার দিতে পারো বিলিয়ে
এ সংসার কিছুই নয়, এক শুষ্ক মরূভূমি...
সময় থাকতে নাও নিজের অংকটা মিলিয়ে
তোমার জীবনে অতুলনীয় মহামূল্য তুমি
আসল না চিনে করো নকলের বেচাকেনা...
কাঁটার ধার না ধেরে ফুলের আশা করো
দাম-দর না জেনে করো প্রেমের লেনাদেনা
সোজা পথে না চ'লে প্যাচানো পথ ধরো...
কু-জীবনে ঢোকার পথ সহস্র খোলা থাকে
তুমি মরো তবু তোমার খাজলৎ মরে না
টনক নড়ে কু-পথের শেষে চোরাবালির বাঁকে
পরকে চেনো, নিজকে তুমি নিজেই চেনো না...
জগৎ তোমার নিমেষে হতে পারে আঁধার
থিতু আলো জমা ক'রো সময় শেষের আগে
সুকর্ম-ফল আশা করো, ক'রো না হাহাকার...
মরণ আসে তবু অনন্তে মিলন-স্বপ্ন জাগে...!