রাত্রির অন্ধকার ভেঙেচুরে কেউ কেউ
নিঃশব্দে পথের ধুলোয় নেমে গেছে
নূতন সূর্যের আলো পান করবে বলে
কিসের তবে প্রতীক্ষা তোমার পথের কবি !
গলায় তুলে নিতে নূতন সুরের গান
তোমাকে কে আর আটকে রাখতে পারে
সমস্ত দুঃস্বপ্নের ঘোর যে আজ
শমনের ডাক শুনেছে…!

আত্মঘাতী হাসিতে যখন সব কিছু ম্রিয়মান
ধুলিসাৎ হয়ে যেতে বসেছে
কেন আর তবে এত ‘রক্ত পিপাসা’
বেলায় বেলায় অনেক প্রহর গত হলো
এবার না হয় কিছু ভালোবাসা হোক
সীমান্তের কাঁটাতারের প্রতি বেধে না হয়
গোলাপ হেসে খেলে উঠুক…

অভাবের তাড়নায় স্বভাব নষ্টের জ্ঞাতিগোষ্ঠী
পথে নামলে বোধ করি সবই সবাই শায়েস্তা হয়
এ আর অবাক কি, ‘এগিয়ে যাচ্ছে’র দেশে
যদি নুন আনতে পান্তা ফুরোনো’র প্রবাদ
একদিন ‘হাস্যোৎপাদক ইতিহাস’ হয়ে যায় !

কিভাবে কোন গহীনের ভূমিধ্বসে
মনের বয়স দিনে দিনে বেড়ে গেছে
আর কোথাও তখনই প্রগতির যন্ত্রবোধি
পৃথিবীর মেঠোপথগুলোরে আরও আরও
প্রবল শানিত তরবারি ক’রে তুলেছে
কেউ কেউ তবু ভীষণ শুখনো চোখে
পথ ভেঙে সেই অগ্নিসূর্য স্নানে
মাঝরাত্রি’র অন্ধকারেই রওয়ানা দিয়েছে
সবার কাছেই থেমে যাওয়া মৃত্যু নয়
অজানা পথের যাত্রা কেন এত প্রলম্বিত !
কিসের এত সংশয়, কেন তাঁর কন্ঠে
প্রলয় উল্লাস নয়, শুধু হাহাকার শোনা যায়…?
____________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]